16836684_1244588148959782_5757580957182244754_o

পীরগঞ্জ, ঠাকুরগাঁও ঃ  প্রতিবারের মত একুশের প্রথম প্রহরে সমাজ সেবামূলক সংগঠন “আইপজিটিভ” পীরগঞ্জ ডাকবাংলা মাঠে অবস্থানরত জাতিও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি  প্রদর্শন করে । এ সময় উপস্থিত ছিলেন আইপজিটিভের সদস্য শাহরিয়ার এলিন , হিরন খান ,  মুন্না , অনুপ , চিরঞ্জীব , নবিন , আশিক ,  রাকিব , সবুজ , সূর্য , নাজমুল , মামুন , শুভ , হাবিবুর , সঞ্জয়  এবং আরও অনেকে ।

উল্লেখ্য, আইপজিটিভ একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। পীরগঞ্জের সামাজিক উন্নয়নের জন্য যুব সমাজকে একত্রিত করাই সংগঠনের উদ্দেশ্য।

অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা, রক্তদান কর্মসূচী, মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপন অভিযান, ডাষ্টবিন স্থাপন, শীতবস্ত্র বিতরনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালনের মাধ্যমে পীরগঞ্জের মানুষের মনে মধ্যে স্থান দখল করে নিয়েছে সংগঠনটি।

নিচের বাটনগুলোর সাহায্যে আপনার পছন্দের সামাজিক মাধ্যমগুলোতে বন্ধুদের সাথে খবরটি শেয়ার করুন

...+