image-8052-1485002230জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের অন্যতম একটি পরিচয় হলো তিনি মিস ইউনিভার্স। এবার সাবেক এই বিশ্ব সুন্দরী খুঁজে বের করবেন নতুন মিস ইউনিভার্সকে। ২০১৭ সালের এ প্রতিযোগিতায় বিচারকের আসনে বসবেন সুস্মিতা।

১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা এবার ৬৫ তম মিস ইউনিভার্স প্রতিযোগীতার বিচারকের আসনে। ফিলিপিনসের মানিলায় অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগীতায় সেরার শিরোপা উঠেছিল সুস্মিতা সেনের মাথায়।susmita2fff

এ ব্যাপারে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি খুবই উত্তেজনা বোধ করছি, একই সঙ্গে খুব আবেগ প্রবণও লাগছে। দীর্ঘ ২৩ বছর পর অপেক্ষা করছি ফিলিপিনসের ঘরে ফেরার জন্য। এটাই হলো আমার সেই জায়গা যেখান থেকে সব শুরু করেছিলাম।

নিচের বাটনগুলোর সাহায্যে আপনার পছন্দের সামাজিক মাধ্যমগুলোতে বন্ধুদের সাথে খবরটি শেয়ার করুন

...+